Logo
Logo
×

খবর

ত্রিশালের পুকুরে ৩৫ দিনের শিশুর লাশ, মৃত্যু ঘিরে রহস্য

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে ৩৫ দিনের এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির নাম তুবা। পুকুরে তুবার নিথর দেহ পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, মা সোনিয়া আক্তার ওইদিন দুপুরে তুবাকে ঘুম পাড়িয়ে রান্না করতে যান। সঙ্গে রেখে যান তার ৮-৯ বছরের আরেক শিশুকে। বড় শিশুটি পাশের রুম থেকে মোবাইল আনতে গিয়ে ফিরে দেখে তার ছোট বোন তুবা বিছানায় নেই। চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরে তুবার লাশ পাওয়া যায়। শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ছায়া তদন্তে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ময়মনসিংহ। তুবার বাবা সুমন মিয়া পোড়াবাড়ি বাজারে ওষুধের ব্যবসা করেন। তার ধারণা এটি জিনের কাণ্ড। এ ঘটনায় এলাকায় জিন আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, তুবার লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম