Logo
Logo
×

খবর

দানবীর রণদা প্রসাদ সাহার ১২৬তম জন্মজয়ন্তী আজ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আজ উত্থান একাদশী। তিথি অনুযায়ী এশিয়া খ্যাত এ দানবীরের ১২৬তম জন্মজয়ন্তী। ১৮৯৬ সালের উত্থান একাদশীতে ঢাকার সাভারের কাছুরে মামাবাড়িতে তার জন্ম। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে। তার মায়ের নাম কুমুদিনী সাহা ও বাবার নাম দেবেন্দ্রনাথ সাহা।

রণদা প্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মির্জাপুর গ্রামবাসী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকালে রণদার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রার্থনা সভা, রণদা নাটমন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সরোয়ার আলী, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলার সভাপতি উত্তম কুমার সেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম