Logo
Logo
×

খবর

আমিরাতে বাংলাদেশি শিল্পীদের চিত্রপ্রদর্শনী শুরু কাল

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পাওয়ারপ্যাক নিবেদিত বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষ্যে ৫০ জনের বেশি বাংলাদেশি এবং ২০টি ভিন্ন জাতীয়তার শিল্পীরা গ্রুপ চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল আর্টসেন্টারে ১২ থেকে ২১ ডিসেম্বর দীর্ঘ ১০ দিন ফুনুন আর্টস ও মাহফুজ ক্যানভাসের যৌথ উদ্যোগে এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মেগা এ আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীতে ৮০ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। এতে অংশ নিচ্ছেন ৫৭ জন সশিক্ষিত বাংলাদেশি শিল্পী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের এই বিজয় অর্জন করে। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি কনস্যুলেট-জেনারেল বিএম জামাল হোসেন, আমিরাতি ব্যবসায়ী ওগিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সুহেল মোহাম্মদ আল জারুনি এই আর্ট ইভেন্টের উদ্বোধন করবেন। ইভেন্টির টাইটেল স্পন্সর পাওয়ারপ্যাক (সিকদার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক সংগঠন এবং বিশ্বজুড়ে সত্তরটিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। পাওয়ারপ্যাকের চেয়ারম্যান রিক হক সিকদার ও ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার বলেন, বাংলাদেশের বিজয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এটি একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট এবং শিল্পীদের চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে এমন বড় আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা জাতির জন্য গর্বের বিষয়। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম