Logo
Logo
×

খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেতাদের হাতে সহকারী প্রক্টর লাঞ্ছিত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর অমিত দত্ত ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হলে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এটা মেটাতে দুপক্ষকে নিয়ে হল প্রাধ্যক্ষের কক্ষে বসেন প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষ। আলোচনার একপর্যায়ে ছাত্রলীগ নেতারা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনা সামাল দিতে এগিয়ে যান নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর অমিত দত্ত। এ সময় তাকে ‘তুই’ সম্বোধন করে মারতে তেড়ে যান শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী। অন্য শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের দিকেও তেড়ে যান ছাত্রলীগ নেতারা।

সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, আমরা তো তাদের প্রতিপক্ষ নই, প্রক্টরিয়াল বডি তো দায়িত্ব পালনের জন্য বসেছিল। আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে। দুপক্ষের উত্তেজনা থামাতে গেলে আমাকে লাঞ্ছিত করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, সহকারী প্রক্টর হিসাবে যে কোনো শিক্ষার্থীকে তিনি শাসন করতে পারেন। তবে উনাকে কেউ মারতে কিংবা লাঞ্ছিত করতে যায়নি। হয়তো অসৌজন্যমূলক আচরণ করেছে। তারপরও যারা স্যারের সঙ্গে উচ্চবাক্য করেছে আমরা তাদের দিয়ে স্যারের কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করব।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমাদের অনেকের সামনেই সহকারী প্রক্টর অমিত দত্তকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার ভিডিও আছে। আমরা তথ্যপ্রমাণ যাচাই করে ঘটনায় কারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম