Logo
Logo
×

খবর

ভাইস চেয়ারম্যানের মামলা

হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান কারাগারে

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে প্রধান আসামি করে নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের করা মামলার জামিন শুনানি শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হাসান এ নির্দেশ দেন।

মামলায় বাদীর দাবি, গত বছরের ৭ নভেম্বর তিনিসহ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু চেয়ারম্যান মশিউর রহমান মামুনের কক্ষে গিয়ে ‘টিআর-কাবিখা প্রকল্পের বিষয় নিয়ে কথাবার্তা বললে’ উপজেলা চেয়ারম্যান নিজ কক্ষ থেকে তাদের বের করে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে পরে মামলার অপর আসামিরা জেসমিন আক্তারের কক্ষে গিয়ে চাঁদা দাবি, মারধর ও শ্লীলতাহানি ঘটায় বলে মামলার এজাহারে দাবি করেছেন ওই নারী ভাইস চেয়ারম্যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম