Logo
Logo
×

খবর

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার লম্বা জাহাজ ভেড়ার অনুমতি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের জেটিতে এখন থেকে ভিড়তে পারবে বড় আকারের জাহাজ। এর ফলে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি প্রক্রিয়া আগের থেকে আরও সহজ হবে।

রোববার বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম স্বাক্ষরিত চিঠিতে বড় জাহাজ ভেড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে সর্বোচ্চ ২০০ মিটার লম্বা ও ১০ মিটার গভীরতার জাহাজ প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তা জোয়ার-ভাটার প্রকৃত সময়ের ওপর নির্ভর করবে।

জানুয়ারিতে বড় জাহাজ ভেড়ানোর পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার দুই মাস পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরে এতদিন সর্বোচ্চ সাড়ে ৯ মিটার ড্রায়ট ও ১৯০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ জেটিতে বার্থিং দেওয়া হতো। তবে ক্যাপিটাল ড্রেজিংয়ের ফলে সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদীর গভীরতা বেড়েছে। এ কারণে জেটিতে আগের চেয়ে বড় আকারের জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। বন্দর সূত্র জানায়, সাড়ে ৯ মিটার গভীরতা ও ১৯০ মিটার লম্বা জাহাজে ১৮০০ থেকে ২৪০০ কনটেইনার বহন করা যায়। ১০ মিটার গভীরতা আর ২০০ মিটার লম্বা জাহাজে সাড়ে তিন হাজার পর্যন্ত কনটেইনার পরিবহণ করা সম্ভব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক রোববার রাতে যুগান্তরকে বলেন, ‘এর আগে আমরা ১০ মিটার গভীরতা ও ২০০ মিটার দৈর্ঘ্যরে জাহাজ পরীক্ষামূলকভাবে ভিড়িয়েছিলাম। তখন সফল হওয়ায় এই আকারের জাহাজ জেটিতে বার্থিং দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম