গন্তব্যে পৌঁছার আগেই ডুবে গেল লবণবোঝাই ৫ ট্রলার, নিখোঁজ ১
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী থেকে সাগরপথে লবণ নিয়ে চট্টগ্রামে যাওয়ার সময় ৫টি ট্রলার সাগরে তলিয়ে গেছে। এসব ট্রলারে সাত হাজার মন লবণ ছিল। ট্রলারগুলো থেকে ২৪ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে নেছার (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নেছার বাঁশখালী উপজেলার নাগু মিয়ার ছেলে। রোববার সকাল ৯টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মো. মোরশেদ জানান, সকাল ৯টার দিকে হঠাৎ সমুদ্রে কয়েকজনকে সাঁতার কাটতে দেখে আমরা ট্রলার নিয়ে তাদের উদ্ধার করি। এ বিষয়ে কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোস্ট গার্ড ও নৌপুলিশ শ্রমিকদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো জানা যায়নি। দুটি ট্রলার ভাসমান দেখা গেলেও বাকি তিনটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
