অভিযানে ২০ স্থাপনা উচ্ছেদ
অবৈধ দখলমুক্ত চট্টগ্রাম আউটার স্টেডিয়াম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করা হয়েছে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়াম মাঠ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলে। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় ছোট-বড় প্রায় ২০টি স্থাপনা।
এক সময় আউটার স্টেডিয়াম ছিল নগরীর প্রধান খেলার মাঠ। এখান থেকে উঠে এসেছেন বড় বড় ফুটবল ও ক্রিকেট তারকা। তাদের অনেকে জাতীয় পর্যায়েও খেলেছেন। এখনো খেলছেন। কয়েক বছর ধরে এই মাঠে মেলা আয়োজনের পাশাপাশি স্থাপনা নির্মাণ করে অনেকটা দখল করে রেখেছিল অসাধু ব্যবসায়ীরা। এ কারণে মাঠ হয়ে পড়ে সংকুচিত। মাঠের যেটুকু বাকি ছিল, খানাখন্দকে ভরে যাওয়ায় তাও হয়ে পড়ে খেলাধুলার অনুপযোগী।
অভিযানে অংশ নেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, ক্রীড়াপ্রেমী সুধীজনের দাবি ছিল আউটার স্টেডিয়াম দখলমুক্ত করা। সবার সমর্থনে আমরা অভিযান চালিয়ে টঙ দোকানসহ ছোট-বড় প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করেছি। দখলদাররা যেন আবার বসতে না পারে, সেজন্য নজরদারি থাকবে। এর আগে ২ মার্চ আউটার স্টেডিয়ামে আর কোনো ধরনের মেলা হবে না বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ওই সময় তিনি বলেন, মাঠের মধ্যে যেসব স্থাপনা থাকবে সবগুলো অপসারণ করা হবে।
