Logo
Logo
×

খবর

দেবিদ্বারে ছাত্রীর শ্লীলতাহানি

দায়ী প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে গ্রামবাসীর সমাবেশ

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রীকে প্রধান শিক্ষকের শ্লীলতাহানির ঘটনায় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের পর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, বাজারের দোকানপাট খোলা ও গ্রামবাসীকে পুলিশি হয়রানিমুক্ত করার লক্ষ্যে শান্তি সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ করা হয়। ঘটনার ৬ দিন পার হলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক মোকতল হোসেনকে বহিষ্কার বা কোনো তদন্ত কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিদ্যালয়ের সভাপতি বাহারুল হকের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। বক্তব্য দেনন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম মূন্সী বাদল, অ্যাডভোকেট মো. সেলিম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। পুলিশের পক্ষ থেকে এ সমাবেশে কেউ উপস্থিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

এ ব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মদ মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, প্রধান শিক্ষক জেলে থাকায় প্রথমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দিতে হবে। তবে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে অবশ্যই তা রেজুলেশনে উল্লেখ থাকতে হবে। এছাড়া তদন্ত কমিটি গঠন ও তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যালয় পরিচালনা কমিটিকে নিতে হবে। যদি না নেয় তাহলে এর দায়ভার ওই পরিচালনা কমিটির।

১৫ মার্চ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় জনতা-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ৪০ জন আহত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম