চট্টগ্রামে ইভান হত্যা মামলায় আরও একজন গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে কলেজছাত্র আসকার ইবনে তারেক ইভান হত্যা মামলায় আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে শচীন দাশ (২০) নামে ওই যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার গ্রেফতার শচীন হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে আসকার ইবনে তারেক হত্যা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসকার ইবনে তারেক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার শচীন ওই মামলার ছয় নম্বর আসামি। শচীন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এজাহারভুক্ত তিনজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। আরও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
