Logo
Logo
×

খবর

নাটোরে নববিবাহিতাকে কাউন্সিলরের ধর্ষণচেষ্টা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটোরে এক নববিবাহিত গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নলডাঙ্গা পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানান, রোববার বিকালে নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল মহল্লার এক দিনমজুরের অনুপস্থিতিতে তার নববিবাহিত স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় নলডাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর। নির্যাতিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় কাউন্সিলর। আগের দিন শনিবার বাড়ির পাশে রেল লাইনে হাঁটার সময়ও ওই গৃহবধূকে যৌন হয়রানি করেন এই কাউন্সিলর আবু বক্কর। ঘটনার পর থেকেই কাউন্সিলর আবু বক্কর পলাতক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধূকে ডেকে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা খুলে বলে। পরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তার স্বামী বাদী হয়ে কাউন্সিলর আবু বক্করকে আসামি করে থানায় মামলা দায়ের করে। কাউন্সিলর আবু বক্করকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটিও তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম