Logo
Logo
×

খবর

চাঁদপুরে আলোচনাসভা

উন্নয়নে এরশাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে: এমরান হোসেন মিয়া

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, দেশের উন্নয়নে অবদানের জন্য ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে পল্লীবন্ধু এরশাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপহার দিয়েছেন। আর স্বাধীনতার পর দেশের উন্নয়নের প্রথম সূচনা করেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ। চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের ল’চেম্বারে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকালে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানান।

জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ। জেলা জাতীয় পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা জাতীয় পার্টির যুববিষয়ক সম্পাদক হান্নান ঢালী।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম