৪টি শুটারগানসহ রাজশাহীতে ২ অস্ত্র কারবারি গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে রাজশাহীতে দুই অস্ত্রকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও আট হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার রাতে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা হলেন রেজাউল করিম (৩৮) ও আবু রায়হান ওরফে তোতা (৩০)। রেজাউল নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে এবং রায়হান একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে ওই অস্ত্রকারবারিরা অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বেলপুকুর রেলক্রসিংয়ের দিকে যাচ্ছেন। র্যাবের একটি টিম সেখানে অবস্থান নিলে মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় বেলপুকুর থানায় মামলা করা হয়েছে।
