Logo
Logo
×

খবর

সোনাগাজীতে যুবলীগ নেতা আত্মহত্যা প্ররোচনা মামলা

দুই আসামি গ্রেফতার, বিচার দাবিতে বিক্ষোভ

Icon

ফেনী ও সোনাগাজী প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকসুদ আলম বিপ্লব আত্মহত্যা প্ররোচনা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করেছে। তারা হলো-আলম মুতুর্জা ও মো. করিম। তারা যথাক্রমে মামলার ৩ ও ৪ নম্বর আসামি। মঙ্গলবার দুই আসাডিমর ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি রফিকসহ সব আসামির বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বিপ্লবের স্ত্রীর দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই আওয়ামী লীগ নেতা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তারা হলেন-মো. রফিক ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন।

বিক্ষোভ ও মানববন্ধনের এক পর্যায়ে বিপ্লবের ১০ বছরের শিশু মেহেরুল ইসলাম পবিন ব্যানারের সামনে দাঁড়িয়ে বাবার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচার দাবি করে। মানববন্ধনে বিপ্লবের স্ত্রী মামলার বাদী আকলিমা আক্তার দাবি করেন, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক তার সহযোগী নাজিম উদ্দিন, আলী মর্তুজা ও করিম পরিকল্পিতভাবে বিপ্লবকে হত্যা করেছে। ৯ মার্চ নিজ শয়নকক্ষ থেকে বিপ্লবের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, মামলা হওয়ার পর থেকে প্রধান আসামিরা পলাতক রয়েছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম