Logo
Logo
×

খবর

সাত জেলায় সড়কে প্রাণ গেল ৭ জনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে মেহেরপুরে স্কুল শিক্ষক, ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলছাত্র, কুমিল্লার চান্দিনায় শিশু, মাদারীপুরে ইজিবাইকচালক, শরীয়তপুরের ভেদরগঞ্জ, ময়মনসিংহের ভালুকা ও সাতক্ষীরায় তিন মোটরসাইকেল আরোহী রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে বাস চাপায় মোটরসাইকেলচালক শরিফ উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উদ্দিন সদর উপজেলার কুতুবপুরের রফাতুল্লাহ মণ্ডলের ছেলে ও শোলমারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এবং হোমিও চিকিৎসক ছিলেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক নামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তারিকের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বারোবাজার-খাজুরা সড়কের সুবর্ণসারা শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে ও সুবর্ণসারা এমএজেএল মাাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

চান্দিনা (কুমিল্লা) : চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মো. রোহান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা রুহুল আমিন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুরের বাসিন্দা ও অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

মাদারীপুর : বাস ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকচালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইজিবাইকচালক ইয়ার হোসেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইলিয়াছ খানের ছেলে। আহতাবস্থায় আবুল কাসেম (৪৫) নামের এক যাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যান।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ সরকার (১৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব (১৭) নামে আরও একজন আহত হয়। শুক্রবার রাত ১১টার দিকে সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ইমান হোসেন সরকারের ছেলে।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজন গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইলান্দ গ্রামের হাবিব মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় অপর এক ব্যক্তি আহত হন। দুর্ঘটনা ঘটে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ী মোড়ে।

সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনজন মোটরসাইকেলে শহরতলির মিলবাজার থেকে পাটকেলঘাটা যাওয়ার পথে শাকদাহ সেতু এলাকায় নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কলারোয়া উপজেলার কাজীরহাটের সামছুর রহমানের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম