বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচংয়ে আবু কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা আদায়কে কেন্দ্র করে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকালে আবু কাসেমের বড় ভাই আবুল কালামকে পিটিয়ে আহত করে একই সন্ত্রাসীরা। এ ঘটনায় নিমসার-কংশনগর বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
নিহত আবু কাসেম বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। তার বড় ভাই আহত সিএনজিচালক আবুল কালাম জানান, সকাল সাড়ে ৭টায় তিনি নিমসার বাজারে সিএনজি নিয়ে আসেন। এ সময় জিবির (চাঁদা) টাকা আদায়কে কেন্দ্র করে সায়েদুল, মিজান, বাকিরসহ ৫-৭ জন সন্ত্রাসী তার ওপর হামলা করে। তারা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আবুল কালামের ছেলে সিএনজিচালক আল আমিন জানান, দুপুর ৩টায় আবু কাসেম হাসপাতালে বড় ভাইকে দেখে বাড়ি ফিরছিলেন। পথে শিকারপুর মালিবাড়ি এলাকায় সায়েদুল, মিজান, বাকিরসহ কয়েকজন তার পথরোধ করে। পরে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আবু কাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভারিকোঠা শিকারপুরে নিমসার-কংশনগর সড়কে কয়েকশ নারী-পুরুষ জড়ো হন। তারা প্রায় ২ ঘণ্টা ওই সড়ক অবরোধ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী ও দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম ন্যায়বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। ইউপি চেয়ারম্যান সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজি একটি হয়রানি। এ নিয়ে প্রতিনিয়ত অঘটন ঘটে থাকে। চাঁদাবাজি বন্ধ না করলে এমন অপরাধও বন্ধ হবে না।
বুড়িচং থানার ওসি মো. ইসলাম হোসেন বলেন, আবু কাসেমের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
