Logo
Logo
×

খবর

যুবককে কুপিয়ে হত্যা

আদমদীঘিতে আ.লীগ নেতাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার আদমদীঘি উপজেলায় আমিনুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহীন হোসেন ও তৌহিদুল ইসলামসহ ৩৭ জনের নাম উল্লেখ করে ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলা হলে তখনই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসলাম কবিরাজ (৪৫), তার ভাই আবু বক্কর সিদ্দিক (৫৮) ও আফজাল হোসেনের ছেলে ওয়াহেদ আলী ছেদ্দা (৪২)। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহীন হোসেন ও তৌহিদুল এবং ছেদ্দা ও আমিনুল ইসলামের পৃথক গ্রুপ রয়েছে। ১৫ বছর ধরে তাদের মধ্যে মসজিদের টাকা, নলকূপের মালিকানা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে মারধরের পালটাপালটি মামলাও রয়েছে। সম্প্রতি তাদের বিরোধ তুঙ্গে ওঠে। ২২ মার্চ রাতে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, কর্মী তৌহিদুল ইসলাম ও তাদের লোকজন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে আমিনুলকে মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে বের করেন। এর আগে গ্রামের শেখ রাসেল ক্লাবের সামনে সালিশ বৈঠক বসানো হয়। সেখানে শেখর নামে এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও তাদের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বোন বাদী হয়ে মামলা করেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিহির সরকার জানান, টাকা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি শাহীন ও তৌহিদুলসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম