কালিয়াকৈরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে মাটি ভরাটের কথা বলে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার বিকালে উপজেলার আড়াইগঞ্জ বাজারে এ ঘটনায় নিহত মিজানুর রহমান (৩০) কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় মিজানুরের স্ত্রী অন্তরা বেগম বাদী হয়ে শনিবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার টেকিবাড়ি চাঁনপুরের মাটি ব্যবসায়ী মিজানুর রহমান তার বাবা ওয়াজ উদ্দিন, মা মমতাজ বেগম, ভাই কামরুল, স্ত্রী অন্তরা বেগম এবং আট বছরের মেয়ে মারিয়াকে নিয়ে সেখানে বাস করে আসছিলেন। পাশের ঢালজোড়া এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে মাটির ব্যবসা নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঢালজোড়া থেকে শুক্রবার বিকালে মুঠোফোনে তাকে জানানো হয়, একটি জায়গায় মাটি ভরাট করা হবে আপনি আসেন।
সেই ফোনের পর টালাবহের বাসিন্দা নূরুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা আড়াইগঞ্জ বাজারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ঢালজোড়া এলাকার আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, আলিম মিয়া, খোকন মিয়া, শরীফ হোসেন, জসীম উদ্দীন, ফরিদুল ইসলাম রড, লাঠি, রামদা দিয়ে মিজানুরকে আঘাতের মাধ্যমে গুরুতর আহত করে। এক পর্যায়ে তিনি সজ্ঞাহীন হয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলাকারীরা মিজানুরের শরীরের ওপর খেলনা পিস্তল ও পাশে রামদা রেখে আনোয়ার হোসেন নিজের ফেসবুকে প্রচার করে করে ‘আড়াইগঞ্জে গণপিটুনিতে সন্ত্রাসী মিজান মারা গেছে।’
এ খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনরা মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।
মা মমতাজ বেগম বলেন, এর আগে কয়েকজন লোক মাটির ব্যবসা নিয়ে আমার ছেলেকে হুমকি দিয়েছিল। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই। মিজানুরের ভাতিজা আলম হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে তারা আমার চাচাকে ডেকে নিয়ে মারধর করেছে। তাদের পিটুনিতে তার মৃত্যু হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
