Logo
Logo
×

খবর

পাহাড়তলী বধ্যভূমি সংকুচিত করেছে ভূমিখেকোরা: চসিক মেয়র

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, হীনস্বার্থে ভূমিখেকোরা জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলেছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই ষড়যন্ত্র মেনে নেব না এবং এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলব। চট্টগ্রামের অন্য যেসব বধ্যভূমি বেদখল হয়ে আছে সেগুলোও উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। শনিবার সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় শহিদদের স্মৃতি স্মরণ করে মেয়র একথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, জহুরুল আলম জসিম, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম, পুলক খাস্তগীর, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

মেয়র রেজাউল বলেন, বেদখল বধ্যভূমিগুলো উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছি যাতে পাহাড়তলী বধ্যভূমিকে সম্প্রসারিত করে এমনভাবে ঢেলে সাজানো যায় যাতে জনগণ এখানে এসে মুক্তিযুদ্ধে চেতনার উপলব্ধি নিতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম