Logo
Logo
×

খবর

বগুড়ার গাবতলী

খেলতে গিয়ে অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে খেলতে গিয়ে অটো রিকশার চাপায় তীর্থ রায় (৪) নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ভাঙ্গিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গাবতলী থানার এসআই ত্রিদীপ মণ্ডল এ তথ্য দিয়েছেন। পুলিশ জানায়, তীর্থ রায় গাবতলী উপজেলার ভাঙ্গিরপাড়ার তাপস চন্দ্র রায়ের ছেলে। শনিবার দুুপুরে শিশুটি বাড়ির সামনে খেলছিল। শিশুটি হঠাৎ রাস্তার দিকে দৌড় দেয়। এ সময় ওই পথে অটোরিকশার নিচে চাপা পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তার কান দিয়ে রক্ত ঝরতে থাকে। চালক মাহফুজার রহমান শিশু তীর্থ রায়কে অটোরিকশায় তুলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গাবতলী থানার এসআই ত্রিদীপ মণ্ডল জানান, কোনো অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম