স্বাধীনতা দিবস
‘বিশেষ খাবারের’ দাবিতে রাবিতে হল গেটে তালা
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘বিশেষ খাবারের’ দাবিতে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা। শনিবার দুপুর আড়াইটায় হলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে হল গেটে তালা ঝুলিয়ে দেন। এ সময় বেশকিছু দাবিও জানান তারা। দাবিগুলো হলো-ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি করা, হলে ইফতারের ব্যবস্থা করা, ওয়াইফাইয়ের সমস্যার স্থায়ী সমাধান, মশা নিধনে ব্যবস্থা, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ছাত্রদের সঙ্গে হল প্রাধ্যক্ষের অসহযোগিতামূলক আচরণের কারণ বর্ণনা, রিডিং রুমের পরিসর বাড়ানো, জিমনেশিয়াম চালু করা, গোসলখানায় ঝুড়ির ব্যবস্থা করা, টয়লেটে বদনার ব্যবস্থা করা, গেইমস রুম ও বিতর্ক পাঠশালা অন্যত্র স্থানান্তর, প্রত্যেক তলায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ও নিয়মিত পানির ট্যাংক পরিষ্কার করা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম উপস্থিত হলে শিক্ষার্থীরা ‘আমার খাবার গেলো কই, প্রশাসন জবাব চাই’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে’ বলে স্লোগান দেন।
পরবর্তীতে হল প্রাধ্যক্ষ, হলের সাধারণ শিক্ষার্থী, হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী এবং ডাইনিং ও ক্যান্টিন কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন। মাজহারুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থী হিসাবে তাদের দাবিগুলো যৌক্তিক মনে করে আমিও একাত্মতা প্রকাশ করেছি। হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন দিবসে বিশেষ খাবার দেওয়া হয়। শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেটার ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদ আগামী সোমবার আলোচনা করে সিদ্ধান্ত নেবে। হলের ডাইনিং এবং ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রমজান মাসে ৩৫ টাকায় হলের ডাইনিংয়ে খাবার দেওয়া হবে।
আগের থেকে ভালো খাবার খেতে পারবে শিক্ষার্থীরা। ক্যান্টিনেও আগের থেকে উন্নতমানের খাবার খেতে পারবে।
