কাহালুতে স্বাক্ষর জাল করে জন্মসনদ যুবক গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে অন্য জেলার এক নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতার আবদুর রহিম (৩০) উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।
চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ জানান, বছর ছয়েক আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যান আসামিকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকে জন্ম ও মৃত্যুসনদপত্র তৈরিসহ সব কাজকর্ম করছেন তিনি। সম্প্রতি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বাগেরহাট জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের শীলা আকতার নামে এক নারীকে জন্মসনদ দেন। ওই নারীর কালাই ইউনিয়নের জন্মসনদ পাওয়ার বিষয়টি ইউএনও’র নজরে আসে। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন তুললে তদন্তে দেখা যায় আসামি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ দিয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় ইউপির সদস্যরা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে চেয়ারম্যান অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেন।
