Logo
Logo
×

খবর

৫৪ নদীর পানি

ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। শনিবার সকালে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’র উদ্যোগে রংপুর প্রেস ক্লাবে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে। তিস্তার উজানে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় উত্তরবঙ্গ মরুভূমির পথে। প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন। প্রমত্তা তিস্তা ধু-ধু বালু চরে পরিণত হয়েছে। হাজার হাজার মাঝি পথে বসেছে। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমানে আবার ভারত নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের পাঁয়তারা করছে। নতুন এই চক্রান্ত বন্ধ ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় সংগঠনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ, অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, সাংবাদিক বাবলু নাগ, শ্রমিক নেতা সবুজ রায়, মসিউর রহমান, নারী নেত্রী সানজিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম