কালিহাতীতে কাফনের কাপড় মোড়ানো নবজাতকের লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে কাফনের কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আউলটিয়া বেতআড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, পথচারীরা ওই এলাকায় সাদা কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে কালিহাতী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তা ফেলে গেছে নিশ্চিত হওয়া যায়নি। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
