বশেমুরবিপ্রবি প্রকৌশলীর ফোনালাপ ফাঁসে তদন্ত কমিটি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপসহকারী প্রকৌশলী খন্দকার রফিকুল ইসলামের ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সপ্তাহে পরিবহণ খাতে টাকা ভাগাভাগি নিয়ে ওই ফোনালাপ ফাঁস হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোবারক হোসেনকে সভাপতি ও পরিবহন প্রশাসক হাসেম রেজাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ এবং অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল হাসান। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মোবারক হোসেন বলেন, আমরা এ বিষয়ে যথাযথ প্রতিবেদন তৈরির জন্য কাজ করে যাচ্ছি। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারব। হাসেম রেজা বলেন, পরিবহণ দপ্তরের অনিয়ম এবং ওই কর্মকর্তার ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
