Logo
Logo
×

খবর

আহমদিয়াদের ওপর হামলা

পঞ্চগড়ে ২৭ মামলায় গ্রেফতার ২০৭

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে আহমদিয়াদের (কাদিয়ানী) ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ লুটের ঘটনায় ২৭ মামলায় ২০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় সদর থানায় ২২টি এবং বোদা থানায় পাঁচটি মামলা করা হয়েছে। জানা গেছে, মামলায় নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ১০/১১ হাজার জনকে আসামি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ গ্রেফতার হয়েছে সাতজন। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম