Logo
Logo
×

খবর

কর্ণফুলী উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ফারুক চৌধুরীর বিরোধিতা করায় নতুন কমিটিতে বাদ পড়েছেন কয়েকজন। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলন শেষে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসাবে সোলাইমান তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্মেলনের সাড়ে তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

নতুন কমিটির সহসভাপতি পদে রয়েছেন-নজরুল ইসলাম টুকু, এসএম হোসেন, রফিক আহম্মদ, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, সেলিম উল্লাহ খান, শহিদুল আলম চৌধুরী, হাজী ছাবের আহম্মেদ চেয়ারম্যান, মোহাম্মদ আবু তৈয়ব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমএ হালিম, রফিউল কবির লিটু, হাজী সেলিম হক; সাংগঠনিক সম্পাদকের পদ রাশেদুর রহমান মিলন, মুহাম্মদ জয়নুল আবেদীন বাবু ও আলমগীর খসরু; আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল আহসান খাঁন; কৃষি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ হারুন চৌধুরী (নেভী); তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে এসএম রফিক উল্লাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক পদে সম্পাদক হাজী মোহাম্মদ আজাদ, দপ্তর সম্পাদক পদে আমজাদ হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জালাল আহম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক রত্না দত্ত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইয়াছিন, যুব ও ক্রীড়া সম্পাদক শহিদ উল্লাহ মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুর আহম্মদ, শ্রম সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মোহাম্মদ আইয়ুব তালুকদার, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ ও কোষাধ্যক্ষ আবদুল করিম ফোরকান রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম