Logo
Logo
×

খবর

পাওনা টাকার জন্য হবিগঞ্জে যুবককে হত্যা

ঘাতক আটক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য বিষ্ণু সরকার (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলীকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুর কাছে ওই গ্রামের মিন্নত আলীর ২০ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু তিনি টাকা দিতে গড়িমসি করলে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে বাড়িতে ডেকে নিয়ে পাওনা টাকা চান মিন্নত। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বিষ্ণু সরকার মারা যায়। লাশ গুম করার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিন্নতকে আটক করে এবং লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম