ধর্মপাশায় বিদ্যুতের সংযোগ নিয়ে তর্ক, বৃদ্ধের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধর্মপাশায় বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে তর্কের জেরে আজগর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার লংকাপাতারিয়া গ্রামে ওই ঘটনা ঘটনা ঘটে। তিনি গ্রামের মৃত নিজামত আলীর ছেলে।
জানা গেছে, শনিবার প্রতিবেশী আজিত মিয়া ঘর নির্মাণের সময় বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। ওই তার আজগর আলীর বাড়ির ওপর দিয়ে নেওয়ার সময় বাধা দেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আজগর। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
