Logo
Logo
×

খবর

বানিয়াচংয়ে খালার জানাজা পড়ে ফেরা হলো না দুই ভাইয়ের

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খালার জানাজা পড়ে বাড়ি ফেরা হল না আপন ২ ভাইয়ের। শনিবার রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সিএনজি (অটোরিকশা) ও এক্সকেভেটর বহনকারী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মঈন (৬৫) ও তাজ উদ্দিন (৪৫) প্রাণ হারান। তারা বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লাহর ছেলে।

সূত্র জানায়, উপজেলার উজিরপুর গ্রামে খালার জানাজা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন। ভাটিপাড়া নামকস্থানে এসে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এ সময় চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন। ঘটনাটি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম