দেশের ২৫ শতাংশ মানুষ থাইরয়েডে আক্রান্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে বাংলাদেশে ২৫ শতাংশ মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। এ রোগ সম্পর্কে সাধারণ মানুষের ধারণাও কম। মানুষের গলার দুই পাশে থাকা বিশেষ গ্রন্থি শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করে। এ হরমোনের নির্দিষ্ট মাত্রা থাকে। যখন সেই মাত্রা কম বা বেশি হয় তখন শরীরের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার বিনামূল্যে থাইরয়েড স্ক্রিনিং ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম এ তথ্য জানান।
বিনামূল্যে থায়রয়েড গ্রন্থির সমস্যাজনিত স্ক্রিনিং ক্যাম্পটি ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের জন্য অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে ইউথাইরয়েড (থাইরয়েড টাস্ক ফোর্স) বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য এ রোগ সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। থাইরয়েড চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সদস্যদের অনুরোধে আগামী ২৫ মে আবারও এ রোগের স্ক্রিনিং করা হবে।
