লক্ষ্য আধিপত্য বিস্তার
গাজীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলি ককটেল বিস্ফোরণ
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তারাবির নামাজ পড়তে দলে দলে লোকজন মসজিদে যাচ্ছিলেন। এ সময় একদল তরুণ ও যুবক রাস্তায় বের হয়ে আসে। প্রত্যেকের হাতে দা, চাপাতি, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। কেউ তা শার্টের নিচে আড়াল করার চেষ্টা করছে, কেউ প্রকাশ্যে হাতে নিয়ে হাঁটছে। আতঙ্কে মসজিদগামী লোকজন তাদের পথ ছেড়ে দেন। কিছুক্ষণ পরই শোনা যায় ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণের আওয়াজ। এরপরই হইচই, চিৎকার। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ১৮নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে যুবকদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়।
স্থানীয় কয়েকজন জানান, তরুণ-যুবকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় দোকানপাট, গাড়ি, মোটরসাইকেল দোকানপাট ভাঙচুরের একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সেটা তাদের উদ্দেশ্যও ছিল না। আধিপত্য বিস্তারের লক্ষ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মহড়া চালানো হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় রেজাউল করিম নামে স্থানীয় এক ব্যক্তি বাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে স্থানীয় এনামুল হাসান নিঝুম ওরফে নিঝুম ডন, নোমান ওরফে ফেন্সি নোমান, মাসুদ ওরফে টোকাই মাসুদসহ ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে বাসন থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
