মিরপুরে ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্পের যাত্রা শুরু
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় জল্লাদখানা বধ্যভূমি মিরপুর ও শিশুবান্ধব গণপরিসরকে একটি আধুনিক এবং শিশুবান্ধব এলাকায় রূপান্তর করার লক্ষ্যে রোববার ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ১,০০০টি গাছ লাগানো হয়েছে। একই সঙ্গে পাশে থাকা গারবেজ ট্রান্সফার স্টেশনটির সৌন্দর্যবর্ধনে কাজ করেছেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও তার সহযোগীরা।
মুক্তির সবুজায়ন প্রকল্পটি শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশন দ্বারা যৌথ অর্থায়নে করা হয়েছে।
স্বাধীনতা দিবসে ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ-সদস্য ইলিয়াস উদ্দিন মোল্নাহ; জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর, ওয়ার্ড-৩; প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া; মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ এবং শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি
