Logo
Logo
×

খবর

গফরগাঁওয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূ সুফিয়া এক কিলোমিটার দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নিলে প্রতিক্ষের লোকজন ধাওয়া করে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটে রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার পুখুরিয়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সজিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে গফরগাঁও-ভালুকা সড়কে বাইপাস মোড় (দক্ষিণ পুখুরিয়া) এলাকায় সুফিয়া বেগম ও তার স্বামী সিরাজ উদ্দিনের সঙ্গে সূর্যত আলীর জমি নিয়ে বিতণ্ডা শুরু হয়। এ সময় সূর্যত আলীর পক্ষের আকরাম, আশরাফুল, হেকমত, আজিজুল ও সূর্যত আলী সুফিয়া বেগমকে রামদা দিয়ে কুপিয়ে ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। সিরাজ উদ্দিন ও সুফিয়া বেগম প্রায় এক কিলোমিটার দৌড়ে দক্ষিণ পুখুরিয়া গ্রামের নিজ বাড়িতে আশ্রয় নেন।

সূর্যত আলী ও তার দলের লোকজন সিরাজ উদ্দিন ও সুফিয়া বেগমের পেছনে ধাওয়া করে তাদের বাড়িতে ঢুকে তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

ভয়ে সিরাজ উদ্দিন পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। সূর্যত আলী ও তার লোকজন বাথরুমে আশ্রয় নেওয়া সুফিয়া বেগমকে দেখতে পেয়ে টেনেহিঁচড়ে বের করে উঠোনে এনে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুফিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুফিয়া বেগমের ভাই মনির উদ্দিন বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচারের দাবি করছি।

সুফিয়া বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলেন, সূর্যত আলী, আকরাম, আশরাফুল, হেকমত, আজিজুল ও তার লোকজন আমার পৈতৃক সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছে। আমার স্ত্রী ও আমি দীর্ঘদিন ধরে বাধা দিলেও তারা জোর করে আমার জমির ওপর দোকান ঘর করে ব্যবসা করছে। রোববার সকালে বাধা দিতে গেলে আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সূর্যত ও তার লোকজন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম