Logo
Logo
×

খবর

জাবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জুন আবেদন শুরু ৯ মে

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (প্রথমবর্ষের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ মে থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সঙ্গে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এবার ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম