Logo
Logo
×

খবর

মধুখালীতে বাবা-ছেলেকে মারধর

শিক্ষিকাকে খুঁজছে পুলিশ, গ্রেফতার চার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবা-ছেলেকে নির্মমভাবে পেটানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী ওই বিদ্যালয়ের শিক্ষিকা লিপি আক্তার। তিনিই বাবা-ছেলের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তুলে তাদের মারধর করিয়েছেন। তাকে খুঁজছে পুলিশ।

গ্রেফতার চারজন হলেন-ফরমান মোল্যা, সজিব মোল্যা, জোবায়ের শেখ ও হাসিব ভূঁইয়া। এর আগে কুতুবুদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া আরও দুই আসামি আদালতে হাজির হয়ে আগাম জামিন নিয়েছেন। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, আড়ুয়াকান্দি স্কুলের শিক্ষিকা লিপি আক্তার তার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাতৃহীন ইভা আক্তার টুকটুকিকে নিজের কাছে রাখতে একটি নাটকের অবতারণা করেন। সে অনুযায়ী তিনি শিশু ইভাকে দিয়ে বাবা ইয়াছিন মৃধা ও সৎ ভাই রাজন মৃধার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। সেই অভিযোগের সূত্র ধরে স্থানীয় ৯ থেকে ১০ জন যুবক ১৭ মার্চ ইয়াছিন মৃধা ও রাজন মৃধাকে ধরে নিয়ে স্কুলের কক্ষে আটকে বেদম মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনার পর শিশুর বাবা ইয়াছিন মৃধা মধুখালী থানায় মামলা করেছেন। তদন্তে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর ওপর নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি স্কুল শিক্ষিকা লিপি আক্তারের সাজানো বলে জানতে পারে পুলিশ।

পুলিশ সুপার জানান, শিক্ষিকা লিপি আক্তার তার কাছে শিশুটিকে রাখতেই বাবা ও সৎ ভাইয়ের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তুলে তাদের মারধর করিয়েছেন। বর্তমানে তিনি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম