Logo
Logo
×

খবর

রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর হাসপাতালে স্বামী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রংপুর নগরীতে মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন পেছনে থাকা স্ত্রী ও আহত হয়েছেন চালক স্বামী। এছাড়া পাঁচ জেলায় প্রাণ গেছে আরও ৭ জনের। এদের মধ্যে গাজীপুরের শ্রীপুরে সাবেক সেনা সদস্য ও জয়দেবপুরে নিরাপত্তা প্রহরী, নরসিংদীতে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণ শ্রমিক, সাতক্ষীরার কলারোয়ায় এক বাইসাইকেল চালক, পটুয়াখালীর লেবুখালীতে মোটরসাইকেল চালক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : ট্রাকচাপায় নিহত রিভানা আক্তার দিনাজপুরের নবাবগঞ্জের খালিবপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের নগরীর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) : ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী আব্দুল জলিল হোসেন উপজেলার খোজেখানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর-মাওনা সড়কের আনছার রোড সংযোগ সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর (গাজীপুর) : প্রাইভেটকারের ধাক্কায় নিহত মানিক মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিরি মোহনপুর মিলপাড়ার মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। বুধবার রাতে উপজেলার বেগমপুর এলাকার মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : টমটম উল্টে নিহত আল-আমিন সোনারগাঁওয়ের ভৌমিকপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে এশিয়ান হাইওয়ের কাঞ্চন চরপাড়ায় দুর্ঘটনা ঘটে।

পলাশ ও নরসিংদী : কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুরুষ এবং এক নারী নিহত হন। নিহত পংকজ গাজীপুরের কালীগঞ্জের সুরেন্দ্র নাথের ছেলে। বৃহস্পতিবার বিকালে পাঁচদোন-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশালে দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা : বাসের ধাক্কায় নিহত আব্দুল হান্নান যশোরের ঝিকরগাছার হলদেপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলায় দুর্ঘটনা ঘটে।

দুমকি (পটুয়াখালী) : কুয়াকাটা-সৈয়দপুর রুটের তুহিন পরিবহণের একটি বাসের চাপায় নিহত শাওন তালুকদার সদর উপজেলার গাবুয়ার আ. রব তালুকদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দি বিরতি রেস্টুরেন্টের পাশে দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম