Logo
Logo
×

খবর

ক্যানসার রোধে আরলা ফুডসের উদ্যোগ

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউরোপিয়ান ডেইরি কো-অপারেটিভ আরলা ফুডসের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ সম্প্রতি তাদের নারী কর্মীদের জন্য সার্ভিকাল ক্যানসার থেকে সুরক্ষার উদ্দেশ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে প্রতিষ্ঠানটির সব নারী কর্মী সার্ভিকাল ক্যানসারের টিকা গ্রহণ করবে। এ উদ্যোগটির অংশ হিসাবে, আরলা বাংলাদেশের সব কর্মীকে বিনামূল্যে মেডিকেল চেক-আপ এবং ডাক্তার ও ডেন্টিস্টদের সঙ্গে পরামর্শ প্রদানের জন্য একটি দুদিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। আরলা ফুডসের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে আমরা মনে করি যে, আমাদের সহকর্মীদের শারীরিক ও মানসিকভাবে সুরক্ষিত থাকা উচিত। যদিও আমরা মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য ক্রমাগত কাজ করছি, এটি আসন্ন অনেক শারীরিক সুস্থতার উদ্যোগের মধ্যে একটি অন্যতম।’ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের তথ্য মতে, পাঁচ কোটিরও বেশি বাংলাদেশি নারী সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম