সোনাগাজীতে যুবলীগ নেতা হত্যা
আ.লীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজী উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোকসুদ আলম বিপ্লব ‘হত্যার’ ঘটনায় বৃহস্পতিবার আদালতে হত্যা মামলা করেছেন বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার।
মামলা আমলে নিয়ে সোনাগাজী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এজাহার সূত্রে জানা গেছে, মামলায় উপজেলা আওয়ামী লীগ সদস্য সোনাগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান উম্মে কুমার স্বামী মো. রফিক, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী মর্তুজা, চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নাজিম উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফ ও যুবদল কর্মী মো. করিমুল হককে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। হত্যাকারীরা আত্মহত্যা বলে অপপ্রচার করছে। সোনাগাজী মডেল থানা পুলিশ তাদের দ্বারা ম্যানেজ হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা নিয়েছেন। তাই ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে হত্যা মামলা দায়ের করেছি। এ ঘটনায় দুই আসামিকে ঢাকা থেকে আটক করে থানা পুলিশের হাতে দিলে আদালতের মাধ্যমে একদিনের মধ্যে তারা জামিনে মুক্তি পেয়ে যায়।’
বাদী পক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, যেহেতু ঘটনার পরদিন উল্লিখিত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছিলেন বাদী, তাই ওই মামলা তদন্তকালে বাদীর দাবি অনুযায়ী ৩০২ ধারা বিবেচনায় নেওয়ার জন্য নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, গত ৮ মার্চ সকালে বিপ্লবের শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সোনাগাজী থানা পুলিশ। তিনি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চুনিমাঝি বাড়ির নুরুল হকের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
