|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ সংঘর্ষে দু’পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ছাত্রাবাসের নিচতলায় পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়।
ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারসহ নানা কারণে শজিমেক ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ২০২৩ সালে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তি হতে ক্যাম্পাসে এসেছেন। তাদের নিজেদের পক্ষে নিতে আসিফ ও রনির অনুসারীদের মাঝে বুধবার সন্ধ্যা থেকে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে রনি জানান, সভাপতি আসিফের অনুসারীরা প্রথমে তার নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে শিক্ষকরা দু’পক্ষকে নিয়ে মীমাংসা করে দেন। তিনি দাবি করেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার সময় তিনি অন্যত্র ছিলেন।
আসিফ বলেন, জুনিয়র শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। রনির অনুসারীরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় ক্যাম্পাসে ছিলেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, এ নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মামলা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
