Logo
Logo
×

খবর

শজিমেকে ছাত্রলীগের সংঘর্ষ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ সংঘর্ষে দু’পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ছাত্রাবাসের নিচতলায় পাঁচটি কক্ষ ভাঙচুর করা হয়।

ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারসহ নানা কারণে শজিমেক ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনির মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ২০২৩ সালে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তি হতে ক্যাম্পাসে এসেছেন। তাদের নিজেদের পক্ষে নিতে আসিফ ও রনির অনুসারীদের মাঝে বুধবার সন্ধ্যা থেকে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে রনি জানান, সভাপতি আসিফের অনুসারীরা প্রথমে তার নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে শিক্ষকরা দু’পক্ষকে নিয়ে মীমাংসা করে দেন। তিনি দাবি করেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার সময় তিনি অন্যত্র ছিলেন।

আসিফ বলেন, জুনিয়র শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। রনির অনুসারীরা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় ক্যাম্পাসে ছিলেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, এ নিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মামলা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম