Logo
Logo
×

খবর

রাজশাহীতে মাদ্রাসা শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর তানোরের আফজাল হোসেন দারুস সুন্নাহ একাডেমির প্রধান শিক্ষককে গভীর রাতে সাদা পোশাকধারী কিছু লোক ‘তুলে নেওয়ার’ অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার সাতপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষকের নাম মাওলানা কারি তারেক আহমেদ। পুলিশ বলছে, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ আছে। তবে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় শিক্ষকের স্ত্রী ফাতেমা বেগম বৃহস্পতিবার সকালে তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, তারেক মাদ্রাসার এক শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তারা পুলিশে অভিযোগ করেনি। হুজুর নিখোঁজ হওয়ার পর এটি আমরা জানতে পেরেছি অন্যদের জিজ্ঞাসাবাদ করে। জেলা পুলিশ তাকে আটক করেনি। ওই মাদ্রাসার আরেক শিক্ষক হাবিবুর রহমান জানান, বুধবার রাত এগারোটার দিকে তারেক তাকে ফোন করে বলেন, ‘আমি খুব বিপদে আছি। সাদা পোশাকধারী কয়েকজন লোক আমাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। আমার পরিবারকে জানিয়ে দিয়েন’। এরপর কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে তারেকের ফোন বন্ধ। তাকে পাওয়া যাচ্ছে না। এর আগে মাদ্রাসায় বুধবার এক শিক্ষার্থীকে নিতে আসে তার বাড়ির লোকজন। তারেক উপস্থিত ছিলেন না। শিক্ষকরা প্রধান শিক্ষকের উপস্থিতি ছাড়া শিক্ষার্থীকে বাড়ি না নিয়ে যেতে অনুরোধ করেন। শিক্ষার্থীর পরিবারের লোকজন তখন বলে, শুক্রবার জুমার নামাজ পড়াতে গেলেই টের পাবে (তারেক) কী কারণে বাচ্চাটাকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না। উনি জানে, কী করেছে সে’। ওই শিক্ষার্থীকে তারা মাদ্রাসা থেকে নিয়ে যায়। শিক্ষার্থীর গ্রামের মসজিদে জুমার নামাজ পড়ান তারেক।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম