Logo
Logo
×

খবর

মির্জাপুরে জামাতার বাড়িতে শ্বশুরকে পিটিয়ে হত্যা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মির্জাপুরে জামাতার বাড়িতে শ্বশুর মো. হাসু মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইর গ্রামে এ ঘটনা ঘটে। হাসু উপজেলার পুষ্টকামুরি মধ্যপাড়া গ্রামের মোকছেদ আলী বেপারির ছেলে। হাসুর মেয়ে রুবিনা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করে জমি দখলের জন্য বাড়ির মাঝখানে বেড়া দেয়। বিরোধ মেটাতে শুক্রবার আমার বাবা এলে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা দিয়ে আমাদের ওপর হামলা চালায়। বাবাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম