বরুড়ায় অস্ত্র গুলিসহ ডাকাত মনির গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বরুড়ায় দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ভঙ্গুয়া ব্রিজের মুড়িয়ারাগামী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির বরুড়া ঝলম মোল্লাবাড়ির মৃত আবদুল মমিনের ছেলে। বরুড়া থানায় তার নামে ডাকাতি ও ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।
বরুড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান, মনির ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে জড়িত ছিল। এ ব্যাপারে থানায় আরও একটি মামলা হয়েছে। ডাকাত মনিরের গ্রেফতারের সংবাদে বরুড়ায় স্বস্তি ফিরেছে।
