Logo
Logo
×

খবর

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। চলতি বছরের মধ্যেই এ কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার। শনিবার মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্র্যন্ত কুয়ালামপুরের বাংলাদেশ হাইকমিশনে প্রায় ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৯৩ হাজার ৮৯৫টি পাসপোর্টে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ৫২ হাজারের অধিক পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। বাকি ২৫ হাজার পাসপোর্ট ঢাকার ডিআইপি’র প্রিন্টিংয়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিরা বৈধ হতে হাইকমিশনে পাসপোর্ট আবেদন করলেও সময়মতো পাসপোর্ট হাতে পাচ্ছেন না এমন অভিযোগ তাদের। এ বিষয়ে হাইকমিশন বলছে, প্রক্রিয়াগত জটিলতায় ঢাকায় পাসপোর্ট প্রিন্টিং ২৫ দিন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হয়।

এছাড়া এমআরপি সিস্টেম পুরাতন হওয়ায় মাঝেমধ্যে সার্ভার জটিলতায় প্রক্রিয়াটি কিছুটা বাধাগ্রস্ত হয়। তবে পাসপোর্টের জটিলতা নিরসনে চলতি বছরের মধ্যে মালয়েশিয়ায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম