শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
নন্দীগ্রামের দুই আসামি ঢাকা থেকে গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে (১০) সংঘবদ্ধ ধর্র্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা শুক্রবার ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতার দুই আসামি হলো-বগুড়ার নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়ার বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (১৯)।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, ২৩ মে বিকালে ঝড়-বৃষ্টি হচ্ছিল। এ সময় ধুন্দার বাঘারগাড়ী গ্রামের ওই স্কুলছাত্রী বাগানে আম কুড়িয়ে বাড়ির দিকে ফিরছিল। এ সময় তিন বখাটে বন্ধু বাদল হোসেন, বায়েজিদ হোসেন ও আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯) শিশুটির পথরোধ করে। তারা শিশুটির কাছে আম খেতে চায়। সে আম দিতে নিলে তিনজন মুখ চেপে ধরে তাকে গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে শনিবার বিকালে দুই আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনন্যা রায়ের আদালতে হাজির করা হয়।
