Logo
Logo
×

খবর

চট্টগ্রামে শিশুকে ছুড়ে ফেলে দিল পরিবার!

উদ্ধার করল পুলিশ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আড়াই বছর বয়সি অসুস্থ এক শিশুকে ব্রিজের নিচে ঝোপে ফেলে দেয় পরিবার। পরে ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে কোতোয়ালি থানার টাইগারপাস এলাকার দেওয়ানহাট ব্রিজের নিচের ঝোপ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুটি প্রতিবন্ধী ও অসুস্থ হওয়ায় পরিবারের লোকজনই সবার অগোচরে ফেলে রেখে গিয়েছিল।

পুলিশ জানায়, শুক্রবার রাতে শিশুটির কান্নার শব্দ পেয়ে দুই পথচারী টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আজিজুল ইসলামকে খবর দেন। এরপর ওই এএসআই টহল পুলিশসহ ঘটনাস্থল থেকে পথচারীদের সহায়তায় প্রতিবন্ধী ছেলে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে শারীরিকভাবে অসুস্থ মনে হওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে ওই শিশুটি চিকিৎসাধীন রয়েছে। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর জানান, শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। সুস্থ হলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম