Logo
Logo
×

খবর

চট্টগ্রাম চেম্বারে মতবিনিময়

চার সেক্টরে বিনিয়োগের আশ্বাস চীনের

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ফেব্রিক্স ও হেলথ কেয়ারসহ চার সেক্টরে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)’র প্রেসিডেন্ট লিউ কিলিন। রোববার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেওয়া হয়। সভায় চীনের ইউনান প্রদেশের ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল যোগ দেয়। এতে সভাপতিত্ব করেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর।

সভায় সিসিপিআইটি’র প্রেসিডেন্ট লিউ কিলিন বলেন, চায়না এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নের জন্য ইউনানের বাণিজ্য প্রতিনিধি দল এসেছে। বাংলাদেশের ফেব্রিক্স, ফ্লাওয়ার, রেস্টুরেন্ট, হেলথ কেয়ার সেক্টরে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। এ সময় আগামী আগস্টে ইউনানে অনুষ্ঠিত ১৬তম চায়না সাউথ এশিয়ান বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য চেম্বার নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া আগামীতে বৃহৎ পরিসরে বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে নিয়ে আসার আশা ব্যক্ত করেন লিউ কিলিন।

সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিসিপিআইটি’র ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর ঝু তেংজিয়াও, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মেরিডিয়ান, কিষোয়ান ও লুব-রেফ’র প্রতিনিধিরা। সভায় চেম্বার পরিচালকদের মধ্যে মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), নাজমুল করিম চৌধুরী শারুন, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) এবং বিভিন্ন বিনিয়োগকারী ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম