Logo
Logo
×

খবর

পাসপোর্ট পেলেন সম্রাট, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজির হলে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। এ ছাড়া তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রার্থনা করা হয়। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেন। একইসঙ্গে দুই মাসের জন্য পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেন।

এ ছাড়া চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গত বছরের ২২ আগস্ট সম্রাটের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

অভিযোগ আছে তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম