বরিশাল সিটি করপোরেশন নির্বাচন
নৌকার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তাপসের
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরিশালে এসে সভায় যোগ দিয়েছেন। এ উপলক্ষ্যে নগরীতে সহস্রাধিক গাড়ির বহর বের করেছে বরিশাল ছাত্রলীগ। তারা নৌকা প্রার্থীর সাইনবোর্ড নিয়ে নগরীতে ঘুরেছে। গাড়িবহর দেখে নগরীর মানুষ ভীতসন্ত্রস্ত হয়েছেন।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী অহরহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন। তিনি রাস্তাজুড়ে নির্বাচনি কার্যালয় তৈরি করেছেন। রাস্তা দখল করেছেন, খাল দখল করেছেন। এগুলো নির্বাচন কমিশন দেখে না? নাকি দেখার চেষ্টা করছে না। আওয়ামী লীগ তারা রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। তাদের এখন কর্মী ছাড়া আর কোনো সমর্থক নেই। এসব মহড়ায় সমর্থক আরও কমে, মানুষ বিরক্ত। সরকারের উচিত একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। তা না করলে তাদের ওপর মানুষ আরও বিগড়ে যাবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেবেন কিনা জানতে চাইলে তাপস বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এর আগেও দুবার অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের কোনো উত্তর দেয়নি নির্বাচন কমিশন। তারা তথ্যপ্রমাণসহ অভিযোগ দিতে বলে। আমি এখন নির্বাচনি প্রচারকাজ করব? না নেতাকর্মীদের নিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করব? এগুলো যদি আমারই করতে হয় তাহলে নির্বাচন কমিশন আছে কেন? বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের মহড়া বের করার কোনো খবর তার কাছে নেই। প্রমাণসহ অভিযোগ দেওয়া প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, প্রার্থী লিখিত বা মৌখিক কোনো অভিযোগ দিলে তার সঙ্গে যদি তথ্যপ্রমাণ না থাকে তাহলে আমি কী ব্যবস্থা নেব?
