Logo
Logo
×

খবর

সিলেট সিটি নির্বাচন

ভোটযুদ্ধে ৩৬৭ প্রার্থী, আজ প্রতীক বরাদ্দ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার শেষে ৩৬৭ প্রার্থী ভোটযুদ্ধে নামছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, ৪২টি সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী রয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। নির্ধারিত সময়ে সাধারণ ওয়ার্ডের ১২ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। আপিল শেষে টিকে থাকা মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যহার করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি জানান, শুক্রবার (আজ) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

ভোটযুদ্ধে থাকা মেয়র প্রার্থীরা হলেন- আনোয়ারুজ্জামান চৌধুরী (আ.লীগ), নজরুল ইসলাম বাবুল (জাতীয় পার্টি), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (ইসলামি আন্দোলন), জহিরুল আলম (জাকের পার্টি), আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র) ও শাহ জাহান মিয়া(স্বতন্ত্র)।

আ.লীগের মেয়র প্রার্থীর প্রচারে দুই শতাধিক প্রবাসী : আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারে অংশ নিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দুই শতাধিক প্রবাসী সিলেটে এসেছেন। বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট পৌঁছেন। তাদেরকে ওসমানী বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম